• হাউজ ১৫৮/বি,(৫ম তলা),উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
  • admin@friendsgoal.org
+880-1774-987030

দপ্তর সম্পাদক

  • Home
  • দপ্তর সম্পাদক

দপ্তর সম্পাদক

দপ্তর সম্পাদক

দপ্তর সম্পাদক

সম্পাদনা ও পরিবীক্ষনঃ

প্রাপ্ত তথ্য, প্রবন্ধ, প্রতিবেদন এবং অন্যান্য বিষয়বস্তু সম্পাদনা করা।

বিষয় বস্তুর তালিকা প্রস্তুত করা এবং কাজের সময়সীমা নির্ধারন করা।

প্রকাশনার ভাষা, বানান এবং ব্যাকরন যথাযথ রাখার দায়িত্ব পালন করা।

পরিকল্পনা ও পরিচালনাঃ

প্রকাশনার পরিকল্পনার তৈরি করা এবং সময়মতো প্রকাশ নিশ্চিত করা।

বিষয়বস্তুর তালিকা প্রস্তুত করা এবং কাজে সময়সীমা নিধারন করা।

সংগঠনের অন্যান বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করা।

যোগাযোগ ও সমন্বয়ঃ

লেখক, সাংবাদিক, ফটোগ্রাফার এবং অন্যন সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখা।

প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করাএবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রয়োজনীয় উপকরন আহরন করা।

গুনমান বজায় রাখাঃ

প্রকাশনার সামগ্রিক গুনমান বজায় রাখা।

কোন ভুল বা অসামঞ্জস্য থাকলে তা সংশোধন করা।

দপ্তর সম্পাদক

প্রশাসনিক দায়িত্বঃ

দপ্তরের দৈনন্দিন কাজকর্ম তদারকি করা।

অফিসের কাজের পরিবেশ সুসংগঠিত রাখা এবং সমস্যা সমাধান করা।

রিপোট তৈরি এবং উচ্চতর কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা।

মুদ্রন ও প্রযুক্তি ব্যবস্থাপনাঃ

মুদ্রন, ডিজাইন এবং প্রকাশনার চূড়ান্ত প্রস্তুতি তদারকি করা।

ডিজিটাল বা অনলাইন প্লাটফর্মের জন্য বিষয়বস্তু উপযোগী করে তোলা।

অনুপ্রেরনা ও দল পরিচালনাঃ

সদস্যদের মধ্যে কাজের দায়িত্ব বণ্টন করা।

সৃজনশীল এবং পেশাদার কর্ম পরিবেশ সৃষ্টি করা।

এই দায়িত্বগুলো দপ্তরের প্রকৃতি, কাজের ধরন এবং সংগঠনভেদে ভিন্নি হতে পারে। তবে দপ্তর সম্পাদক একজন নেতৃত্বদানকারী এবং যোগাযোগের কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।