• হাউজ ১৫৮/বি,(৫ম তলা),উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
  • admin@friendsgoal.org
+880-1774-987030

সদস্য পদ বাতিল নীতি

  • Home
  • সদস্য পদ বাতিল নীতি

সদস্য পদ বাতিল নীতি

সদস্য পদ বাতিল নীতি

সদস্য পদ বাতিল নীতিমালা

ধারা২৫. বিভিন্ন সদস্য পদ বাতিলের বিধানঃ

২৫.১. (সংগঠনের বিধি-বিধান ও নীতি বহির্ভূত কার্যকলাপের জন্য সংগঠনের কোন সদস্যের পদ বাতিলের বিধান এই ধারার অন্তর্ভুক্ত)

২৫.২.১-৩ মাস পর্যন্ত এক নাগাড়ে কোন সদস্য সঞ্চয় দিতে অক্ষম হলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। তবে সদস্য চাইলে পরিচালনা পরিষদের কাছে সঞ্চয় দেওয়ার জন্য আরো ১ এক মাসের সময় চেয়ে আবেদন করতে পারবে কিংবা সদস্য পদ ফেরত চেয়ে আবেদন করতে পারবে।

২৫.৩. কোন সদস্য সদস্য পদ বাতিল করতে চাইলে সংগঠনের সভাপতি বরাবর ০২ (দুই মাস) পূর্বে লিখিত আবেদন পেশ করিতে হইবে। সভাপতি সাধারন সভা ডেকে রেজুলেশন প্রদান সাপেক্ষে সদস্য পদ বাতিল করতে পারবে।

২৫.৪. বাতিলকৃত সদস্যর সঞ্চয়কৃত টাকা রেজুলেশনে উল্লেখিত তারিখের মধ্যে প্রদান করা হবে। এতে সদস্যকে কোন প্রকার মুনফা প্রদান করা হবেনা। তবে সর্বোচ্চ ১ মাসের মধ্যে প্রদান করতে হবে।

২৫.৫. বাতিলকৃত সদস্য চাইলে মুনাফার জন্য পরিচালনা পরিষদের কাছে আবেদন করতে পারবে এবং আবেদন যদি গ্রহনযোগ্য ও মুনাফা প্রদানযোগ্য হয় তাহলে পরিচালনা পরিষদ দিতে বাধ্য থাকিবে।

সদস্য পদ বাতিল নীতিমালা

২৫.৬. বাতিলকৃত সদস্যর সঞ্চয়কৃত টাকা ১ বছর হলে মুনাফা দিতে বাধ্য থাকিবে তবে মুনাফার হার পরিচালনা পরিষদ নির্ধারন করবে।

২৫.৭. এক্ষেত্রে সদস্য কোন প্রকার আইনের আশ্রয় নিতে পারবে না।

২৬.৮. সংগঠনের বৃহত্তর স্বার্থে পরিচালনা পরিষদ সাধারন সভ্য করে রেজুলেশন প্রদান সাপেক্ষে সদস্যের সদস্য পদ বাতিল করার ক্ষমতা রাখবে। বাতিলকৃত সদস্যের সঞ্চয়কৃত টাকা ৬ মাস শেষ হলে লভ্যাংশ ব্যতীত প্রদান করা হবে।

২৭.৯. পরিচালনা পরিষদ বাতিল করা সদস্য পরিচালনা পরিষদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করিলে তা অকার্যকর বলে গণ্য হবে।

২৮.১০. সদস্যপদ পুনঃবহালের জন্য সদস্য পরিচালনা পরিষদের কাছে আবেদন করবে। পরিচালনা পরিষদ সভা ও রেজুলেশন এর মাধ্যমে যেকোন সিদ্বান্ত নিতে পারবে।

২৯.১১. উপ-কমিটি গঠনঃ কমিটিকে সহযোগিতা করার জন্য একটা উপ কমিটি গঠন করা। (প্রয়োজনে)