• হাউজ ১৫৮/বি,(৫ম তলা),উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
  • admin@friendsgoal.org
+880-1774-987030

পরিচালনা পরিষদ গঠন

  • Home
  • পরিচালনা পরিষদ গঠন

পরিচালনা পরিষদ গঠন

পরিচালনা পরিষদ গঠন

পরিচালনা পরিষদের নীতিমালা

৯.১. প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনঃ

গঠনতন্ত্রে পরিচালনা পরিষদ গঠনের পদ্ধতি নির্ধারিত থাকে। এটি হতে পারে সরাসরি ভোট, মনোনয়ন বা নির্বাচন কমিটির মাধ্যমে।

৯.২. সদস্য সংখ্যাঃ

পরিষদের সদস্য সংখ্যা সাধারনত গঠনতন্ত্রে নির্ধারিত থাকে। উদাহরণস্বরূপ, এটি হতে পারে ০১ থেকে ১০০, ১০১, ১০৩, ১০৫, ১০৭, ১০৯, ১১১ জন।

৯.৩. যোগ্যতাঃ

সদস্যদের যোগ্যতা গঠনতন্ত্র বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। যেমন, বয়স, অভিজ্ঞতা, শেয়ারহোল্ডার হওয়া (যদি প্রাসঙ্গিক হয়), ইত্যাদি।

৯.৪. নির্বাচন বা নিয়োগ পদ্ধতিঃ

সাধারণ সভায় (AGM) ভোটের মাধ্যমে বা বোর্ডের অনুমোদনের মাধ্যমে পরিচালনা পরিষদের সদস্য নিয়োগ করা হয়। কার্যপ্রণালীঃ

৯.৫. সভা আয়োজনঃ

পরিচালনা পরিষদ নিয়মিত সভা অঅয়োজন করে, যেখানে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারনত মাসিক, ত্রৈমাসিক বা নির্ধারিত সময় অন্তর সভা হয়।

৯.৫. পরিকল্পণা ও সিদ্ধান্ত গ্রহণঃ

পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত নেয় এবং কার্যক্রম পরিকল্পনা করে।

৯.৬. মিটিল্ড

নিয়মিত বোর্ড মিটিং আয়োজন করা হয়। আইন অনুযায়ী বছরে কতবার মিটিং হবে তা নির্ধারিত থাকে।

৯.৭. কমিটি গঠনঃ

নিদিষ্ট কাজের জন্য যেমন অর্থ, অডিট, মানবসম্পদ ইত্যাদি বিষয়ে কমিটি গঠন করা হয়।

৯.৮. ভোটিং ব্যবস্থাঃ

কোন সিদ্ধান্ত গ্রহনে সদস্যদের মধ্যে একমত না হলে ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালনা পরিষদের নীতিমালা

৯.৭. রেজুলেশন পাস করাঃ

সিদ্ধান্তগুলো বোর্ড মিটিংয়ে রেজুলেশন আকারে অনুমোদিত হয়।

মেয়াদকালঃ

৯.৮. সাধারণ মেয়াদঃ

পরিচালনা পরিষদের সদস্যদের মেয়াদ সাধারণ ২ থেকে ৫ বছর হয়।

৯.৯. পুনঃনির্বাচন বা পুনঃনিয়োগঃ

মেয়াদ শেষে সদস্য পুনরায় নির্বাচিত বা নিয়োগ পেতে পারে যদি গঠনতন্ত্র অনুমিত দেয়।

৯.১০. মধ্যবর্তী পরিবর্তনঃ।

• কোন সদস্য পদত্যাগ করলে বা অযোগ্য ঘোষণা হলে সেই আসন পূরণ করার জন্য বিশেষ নির্বাচনের ব্যবস্থা থাকতে পারে।
• কোন সদস্য পদত্যাগ করলে বা অযোগ্য ঘোষণা হলে সেই আসন পূরণ করার জন্য সংগঠনের (ফ্রেন্ডস গোল) নামে সদস্যপদ ঘোষনা করা হবে এবং ঐ সদস্যপদের মাসিক ফি, বাৎসরিক ফি ফ্রেন্ডস গোল বহন করবে।

৯.১. কমিটির সদস্য হবে ১৩ জন

৯.২. পরিচালনা পরিষদ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যরা নির্বাচিত করবে বা সকল সদস্যদের সাথে আলোচনা করে নির্বাচিত করবে।

৯.৩. পরিচালনা পরিষদ অন্যান্য কমিটির অনুমোদন, সংগঠনের সকল নিয়ম-কানুন অনুমোদন প্রদান করবে, সদস্য বাতিল, সদস্য গ্রহন অনুমোদন প্রদান করবে

৯.৪. উক্ত কমিটির সম্মানি সংগঠনের সকল সদস্যদের মতামতের মাধ্যমে নির্বাচিত হইবে।

৯.৫. উক্ত কমিটি সংগঠনের ভালোর জন্য যে কোন আইন নবায়ন ও বাতিল করতে পারবে।

৯.৬. উক্ত কমিটি নিজেদের স্বার্থে কোন কাজ বা আইন করতে পারবে না।

৯.৭. কোন সদস্য সংগঠনে থাকতে না চাইলে তাহার সঠিক পাওনা সংগঠন বুঝিয়ে দিবে।

৯.৮. উক্ত কমিটির মেয়াদকাল হবে ১ বছর।

৯.৯. উক্ত কমিটি সংগঠনের সকল আইন ও বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিতে বাধ্য হইবে।